পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে সড়কে অবস্থান
ক্রাফট ইন্সপেক্টরদের ১০ গ্রেড পদায়নে হাইকোর্টের রায় বাতিলসহ ছয় দফা দাবিতে আবারও উত্তপ্ত লক্ষ্মীপুরের রাজপথ। দাবি আদায়ের লক্ষ্যে পরীক্ষা বর্জন করে বিক্ষোভ ও সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জেলা শহরের উত্তর তেমুহনী এলাকায় সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন শিক্ষার্থীরা।পরে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) হাসান মোস্তফা স্বপনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। এরপর দুপুর দেড়টার দিকে সড়ক অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমুহনী এলাকায় অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।
শিক্ষার্থীরা জানান, ২০২১ সালে সম্পূর্ণ অনিয়ম করে নন টেকনিক্যাল ক্রাফট ইন্সপেক্টরদের পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে এবং টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে নিয়োগ করা হয়। এতে বঞ্চিত হচ্ছে ভোকেশনাল শিক্ষার্থীরা।
ক্রাফট ইন্সপেক্টররা চাকরি ১০ গ্রেডের জন্য হাইকোর্টে আবেদন করেন; যা সম্পূর্ণ অযৌক্তিক। দুই দিন আগে হাইকোর্ট তাদের পক্ষে রায় ঘোষণা করেন। অনতিবিলম্বে এই অযৌক্তিক রায় বাতিল, শিক্ষক কর্মচারী নিয়োগ বিধি সংশোধন, টেকনিক্যাল পদে নন টেকনিক্যাল লোক নিয়োগ বন্ধকরণসহ ছয় দফা দাবি তোলেন শিক্ষার্থীরা।দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
Post Views: ১০৬
আপনার মতামত লিখুন :