• ঢাকা
  • শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৪
আপডেট : ২৬ নভেম্বর, ২০২৪



লক্ষ্মীপুরে শীতার্তদের মাঝে বিতরণের জন্য ৪০০ শতাধিক কম্বল হস্তান্তর

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি: লক্ষ্মীপুরে শীতার্তদের মাঝে ৪ শতাধিক কম্বল জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেছে বেসরকারী এনজিও আশা। ২৬ নভেম্বর (মঙ্গলবার) বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের হাতে এই কম্বল হস্তান্তর করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেপি দেওয়ান, আশা সিনিয়র জেলা ম্যানেজার মো: জহিরুল ইসলাম মোল্লা, জেলার সিও মো: জাহিদুর রহমান, বাহাদুর ভূঁইয়া (আরএম সদর) সার্পোট ইঞ্জিনিয়ার মো: রেজাউল রাজীব খান, সি: শাখা ব্যবস্থাপক (সদর-১) মো: নুরুল কবির, শাখা ব্যবস্থাপক মো: মাহাবুবুর রহমান পাটোয়ারী (সদর-২), মো: শাহ আলম শাখা ব্যবস্থাপক (এমএসএমই) ।আশা সিনিয়র জেলা ম্যানেজার মো: জহিরুল ইসলাম মোল্লা বলেন, প্রকৃত হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্যই প্রতি বছর আশার পক্ষ থেকে জেলা প্রশাসক হাতে কম্বল হস্তান্তর করা হয়। তেমনি এ বছর ৪ শতাধিক কম্বল হস্তান্তর করা হয়েছে। আমাদের এই ধরনের কর্মকান্ড অব্যাহত থাকবে।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকার জানান, মানবিক কাজের অংশ হিসেবে আশা জেলা প্রশাসক কে কম্বল হস্তান্তর করা হয়েছে। চলমান শীত উপলক্ষে জেলার বিভিন্ন এলাকা এসব কম্বল অসহায়, দুস্থ ও গরীবদের মাঝে প্রশাসন বিতরণ করবে। তিনি এ ধরনের কর্মকান্ডে ভূমিকা রাখায় আশা কে ধন্যবাদ জানান।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর