• ঢাকা
  • বুধবার, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০২৪
আপডেট : ১৭ জানুয়ারি, ২০২৪



লক্ষ্মীপুর মাদক মামলায় এক যুবকের ৫ বছরের কারাদণ্ড

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি: লক্ষ্মীপুরে মাদক মামলায় মো: ইব্রাহিম (২৭) নামে এক যুবককে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। আজ বুধবার (১৭ জানুয়ারী) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। রায়ের সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে প্রেরণ করা হয়। দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের লোকমান হোসেনের পুত্র।
আদালত সূত্রে জানা যায়, গত ২৮/০৭/২০১৮ ইং তারিখে গোপন সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ ইব্রাহিমের বাড়িতে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সেই পালিয়ে যাওয়ার সময় তার কাছ থেকে ৫২ পিছ ইয়াবা পাওয়া যায়।
পরে গোয়েন্দা পুলিশের এস আই সোহাগ পাহলান বাদী হয়ে সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে। পরে ১২/১০/২০১৮ ইং তারিখে আদালতে অভিযোগপত্র দায়ের করে। স্বাক্ষ্য গ্রহন শেষে আদালত এই রায় প্রদান করে। জেলা ও দায়রা জজ আদালতে সরকারি কৌঁসুলি পিপি এডভোকেট জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন