• ঢাকা
  • শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৪
আপডেট : ১০ জানুয়ারি, ২০২৪



৪০টি সহিংসতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গ্রামীণ কণ্ঠ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে নির্বাচনের পূর্বে এবং পরবর্তী প্রায় ৪০টি সহিংসতার ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারসহ এলাকায় শান্তি-শৃংখলা বজায় রাখার দাবি জানিয়েছে নৌকার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মির্জা শাহাদাৎ হোসেন খুররম।আজ বুধবার দুপুরে শিবগঞ্জ আওয়ামী লীগ অফিসে নৌকার নির্বাচন পরিচালনা কমিটির আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

মির্জা শাহাদাৎ হোসেন খুররম পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, নৌকার নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক কারিবুল হক রাজিন। লিখিত বক্তব্যে তিনি বলেন, নির্বাচনের আগে ও পরে আওয়ামী লীগের নৌকার কর্মী-সমর্থকদের অন্তত ৪০টি স্থানে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের লোকজন হামলা, লুটপাট, ভাঙ্গচুরের ঘটনা ঘটায়। এতে প্রায় ১০-১২জন আহত হয়। এমনকি নয়ালাভাঙ্গা ইউনিয়নের তাঁতীপাড়ায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, মন্দিরসহ হিন্দুদের ক্লাবসহ বাড়িঘরে হামলা ও লুটপাটসহ ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল মতিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল আলম টিয়া, চককীর্তি ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু মিয়া, দাইপুখুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর রেজাসহ আ.লীগ ও যুবলীগ নের্তৃবৃন্দ।

আরও পড়ুন