• ঢাকা
  • রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২৪
আপডেট : ৩ ডিসেম্বর, ২০২৪



প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গ্রামীণ কণ্ঠ
protibad

বিভিন্ন অন-লাইন ও লক্ষ্মীপুর থেকে প্রকাশিত গ্রামীণ কণ্ঠসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত “রায়পুর সাব-রেজিষ্ট্রি অফিসের বিরুদ্ধে জালিয়াতি ও দূর্নীতির অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। পরিবেশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। উক্ত সংবাদে যা উল্লেখ করা হয়েছে, তাহার সাথে বাস্তবের কোন মিল নেই। সম্পূর্ণ কল্পনাপ্রসুত সংবাদটি পরিবেশিত হয়েছে। পরিবেশিত সংবাদে নির্দিষ্ট করে কোন তথ্য উপাত্ত উল্লেখ না করে মিথ্যার বশুবতি হয়ে এক পেশে সংবাদ পরিবেশন করা হয়েছে। উক্ত সংবাদে উল্লেখিত অফিসের কিছু অসাধু ব্যক্তি জমির দলিলে ভূয়া সিল স্বাক্ষর দেয়ার কথা বলা হয়েছে, যাহা কোন ভাবেই সম্ভব নয়। নিয়ম অনুযায়ী সকল কাগজপত্র সঠিক প্রমানিত হলে উক্ত রেজিষ্ট্রি সম্পন্ন করা হয়। সংবাদে একটি বন্টক নামার কথা উল্লেখ করা হয়েছে। প্রকৃত পক্ষে যিনি বন্টকনামা সম্পাদন করেন, তিনি যদি তথ্য গোপন করে থাকেন, এ ক্ষেত্রে তিনিই দায়ী থাকিবেন। কারন রেজিষ্ট্রি অফিস তো জানেন না বন্টক নামার কতজন ওয়ারিশ। সংবাদে যে ঘুষের টাকার কথা বলা হয়েছে, তাহাও সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। আমরা রায়পুর রেজিষ্ট্রি অফিসের পক্ষ থেকে উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
রায়পুর সাব-রেজিষ্ট্রি অফিস কর্তৃপক্ষ

আরও পড়ুন