• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৩
আপডেট : ২৭ অক্টোবর, ২০২৩



চাঁদপুরে ২৬ নৌকাসহ ৭২ জেলে আটক

গ্রামীণ কণ্ঠ

মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা ও মেঘনায় অভিযান চালিয়ে ৭২ জেলে আটক করেছে নৌ-পুলিশ। গত ২৪ ঘণ্টায় চাঁদপুর নৌ সীমানার বিভিন্ন স্থান থেকে জেলেদের আটক করা হয়।

 

এ সময় ৩ কোটি ৫ লাখ ৯৩ হাজার ৮৮০ মিটার জাল, ২৬টি নৌকাসহ ৬৭২ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। এতে ৭২ জন আটকের মধ্যে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে

নৌ-পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকা জুড়ে নৌ-পুলিশের ছয়টি থানা ও ফাঁড়ি অভিযান পরিচালনা করে থাকে। অভিযানে বিপুল জাল, নৌকা, ইলিশসহ জেলেদের আটক করা হচ্ছে। ২৪ ঘণ্টায় ১৪টি মামলা ও দুটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আটক জেলেদের মধ্যে ১২ জন প্রাপ্তবয়স্ক না থাকায় তাদের মুচলেকা রেখে পরিবারে হস্তান্তর করা হয়।

 

আরও পড়ুন