
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর হাসপাতালের নতুন ভবনের কার্যক্রম শুরুর দাবিতে শহর জামাতের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২০ই মার্চ (বৃহস্পতিবার) সকালে সদর হাসপাতাল প্রাঙ্গণে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর (ভারপ্রাপ্ত) এডভোকেট নজীর আহমেদ, নায়েবে আমীর এ আর হাফিজ উল্লাহ, শহর জামায়াতের আমীর এডভোকেট আবুল ফারাহ নিশান, নায়েবের আমির মাওলানা জহিরুল ইসলাম, সেক্রেটারি হারুনুর রশীদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ১ মাসের মধ্যে হাসপাতালের কার্যক্রম শুরু না করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। লক্ষ্মীপুরে প্রায় ১৮ লক্ষ মানুষের বসবাস কিন্তু স্বাস্থ্য সেবার জন্য ভালো কোনো হাসপাতাল নেই। সদর হাসপাতাল মাত্র ১০০ শয্যা বিশিষ্ট, যা জনসংখ্যা অনুযায়ী খুবই অপ্রতুল।
গত কয়েক বছর পূর্ব থেকে সদর হাসপাতালে নতুন ভবনের উন্নয়ন কার্যক্রম শুরু করা হলে, বর্তমানে তা বন্ধ হয়ে আছে। এতে করে চিকিৎসা সেবা নিতে আসা জনসাধারণ দূর্ভোগ পোহাতে হয়। হাসপাতালের মেঝে – বারান্দায় সহ সবসময় রোগীর চাপ থাকে, তাই জনসাধারণের কথা চিন্তা করে দ্রুত নতুন ভবনে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করার আহবান জানান।
এছাড়াও লক্ষ্মীপুরে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, রেললাইন ও মহাসড়কের কার্যক্রম করার দাবি তুলেন তারা।
আপনার মতামত লিখুন :