• ঢাকা
  • শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৫
আপডেট : ১৯ মার্চ, ২০২৫



গ্রাম আদালত শক্তিশালীকরণে লক্ষ্মীপুরে প্রশিক্ষণ কর্মশালা (২য় ব্যাচ)

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি: গ্রাম আদালত শক্তিশালীকরণে লক্ষ্মীপুরে প্রশিক্ষণ কর্মশালার ২য় ব্যাচ শুরু হয়েছে। আজ ১৯ মার্চ (বুধবার) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই কর্মশালার উদ্বোধন করা হয়। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের জেলা ব্যবস্থাপক খন্দকার মো: আবেদ উল্লা, উপজেলা সমন্বয়কারী মো: ইসমাইল (কমলনগর), মোঃ দিলদার হোসেন (রামগতি) এবং রায়পুর উপজেলা সমন্বয়কারী মোঃ শফিউল্লাহ।
৪ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার ২য় ব্যাচে লক্ষ্মীপুর জেলার কমলনগর, রায়পুর ও রামগতি উপজেলার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হবে।
প্রশিক্ষণ কর্মশালাটি আগামী ২২ মার্চ শেষ হবে। সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, এই প্রশিক্ষণের মাধ্যমে লক্ষ্মীপুর জেলায় গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর ও সুদৃঢ হবে, যা স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর