• ঢাকা
  • শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৫
আপডেট : ১৬ মার্চ, ২০২৫



বাড়িতে একা পেয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

গ্রামীণ কণ্ঠ

লালমনিরহাটের হাতীবান্ধায় বাড়িতে একা পেয়ে ৭ বছরের এক শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে জহুরুল মোল্লা সাগর (২১) নামে একজনকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী ওই শিশুকে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠিয়ে দেয়।বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে উপজেলার দোয়ানী পিত্তিফাটা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। আটককৃত, জহুরুল মোল্লা সাগর বরিশাল জেলার আগৌল ঝাড়া উপজেলার আশকর গ্রামের হেলাল মোল্লার ছেলে।জানাগেছে, জহুরুল ইসলাম সাগর একজন শ্রমিক। সাগর হাতীবান্ধা উপজেলার দোয়ানী পিত্তিফাটা এলাকায় বিদ্যুতের টাওয়ার নির্মানের কাজ করেন। বুধবার সন্ধ্যায় শিশুটিকে তার নিজ বাড়িতে একা পেয়ে জোর পূর্বক পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষনের চেষ্টা করেন। শিশুটির আত্নচিৎকারে এলাকার লোকজন ছুটে এসে জহুরুল মোল্লাকে আটক করে পুলিশে সোপর্দ করে। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুন-নবী বলেন, অভিযুক্ত সাগরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন