
লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে ইয়াবাসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলার আসামী আনোয়ার হোসেন সাদ্দামকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে গ্রেফতার দেখিয়ে ১৬ মার্চ (রোববার) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে শনিবার সকালে চন্দ্রগঞ্জ থানাধীন লতিফপুর গ্রামের কোয়ারিয়া সেতুর মাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে ২২পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সাদ্দাম পশ্চিম লতিফপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে আ’লীগ সরকার আমলে ২০১৪ সালে শিমুল হত্যা মামলার যাবজ্জীবন সাজা ও একটি অস্ত্র আইনে মামলার গ্রেফতারী পরোয়ানা ছিল।
সাদ্দামের পরিবারের দাবী, বিগত সরকারের আমলে যখন শিমুল হত্যা হয়, তখন আনোয়ার হোসেন সাদ্দাম বিদেশে ছিল। তাকে ঐ সময় চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি কাজী মামুনুর রশিদ বাবলু উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলায় নাম দিয়ে দেয়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বলেন,অনেক দিন থেকে আনোয়ার হোসেন সাদ্দামকে গ্রেফতার করার অভিযান অব্যাহত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ তাকে চন্দ্রগঞ্জ এবং বেগমগঞ্জ থানার সীমান্তবর্তী কোয়ারিয়া সেতুর মাথা নামক জায়গা থেকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
আপনার মতামত লিখুন :