• ঢাকা
  • সোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২৫
আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০২৫



নোয়াখালীতে আগুনে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

গ্রামীণ কণ্ঠ

নোয়াখালীর হাতিয়া উপজেলায় আগুনে দগ্ধ হয়ে স্বামী–স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বিকেলে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে স্বামীর এবং রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্ত্রীর মৃত্যু হয়।

নিহত ব্যক্তিরা হলেন নিমাই চন্দ্র মজুমদার (৭০) ও তাঁর স্ত্রী মিলন বালা মজুমদার (৬২)। তাঁরা হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালী গ্রামের মুনদার বাড়ির বাসিন্দা।হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজমল হুদা আজ শনিবার সকালে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে রান্নাঘরের চুলা থেকে বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় দগ্ধ হন ওই দুজন। শুক্রবার চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল পাঁচটায় কুমিল্লা এলাকায় নিমাই চন্দ্র মজুমদারের মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পৌঁছার পর রাত ৯টার দিকে স্ত্রী মিলন বালা মারা যান।

আরও পড়ুন