
প্রতিনিধি: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এমন স্লোগান কে সঙ্গে নিয়ে তারুন্যের উৎসব উদযাপন উপলক্ষে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা ২২ জানুয়ারী (বুধবার) দিনব্যাপি লক্ষ্মীপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: জসীম উদ্দিন এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশরাফুন নাহার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া,লক্ষ্মীপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ খন্দকার ইউসুফ হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিলকিছ আক্তার, এলজিইডি নির্বাহী প্রকৌশলী ইকরামুল হক,জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র, সহকারী কমিশনার সানজিদা আক্তার সূচনা প্রমুখ। দিনব্যাপি এই কর্মশালায় তারুন্যের উৎসব উপলক্ষে উপজেলা পর্যায়ে আয়োজিত কর্মশালায় বিজয়ীগণ জেলা পর্যায়ে এই কর্মশালায় যোগ দেয়।
আপনার মতামত লিখুন :