• ঢাকা
  • শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৬ জানুয়ারি, ২০২৫
আপডেট : ১৬ জানুয়ারি, ২০২৫



লক্ষ্মীপুরে একটি হত্যা মামলা থেকে জামায়াতের ৩৭ নেতাকর্মীকে অব্যাহতি

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়াসহ জামায়াত- শিবিরের ৩৭ জন নেতাকর্মীকে একটি হত্যা মামলা থেকে অব্যাহতি দিয়েছে আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক ফারজানা আক্তার আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) দুপুরে এই রায় প্রদান করেন।
আসামী পক্ষের আইনজীবী এ্যাড: মহসিন কবির মুরাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিগত ২০১৫ সালের ১ ফেব্রুয়ারী বিএনপি-জামায়াতের আন্দোলন চলাকালে তৎকালিন সরকারের ইন্ধনে লক্ষ্মীপুর শহরের মহিলা কলেজের নতুন ভবন এলাকায় একটি সিএনজি অটোরিক্সায় পেট্টোল ঢেলে একজন চালকে হত্যা করে ওই মামলায় জামায়াতের আমির মাস্টার রুহুল আমিনসহ জামায়াত শিবিরের ২৪ জন কে আসামী করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে পুলিশ আদালতে পৃথক ভাবে ৩৭ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ দাখিল করে। পরে ৯/৮/২০১৭ ইং তারিখে চার্জ গঠন করে। পরে একাধিকবার আদালত স্বাক্ষীদের তলব করে।  সম্প্রতি মামলার বাদীসহ ১১ জন স্বাক্ষী মামলা ঘটনা বিষয়ে কিছুই জানেন না বলে আদালতকে জানায়। পরে
আজ অতিরিক্ত জেলা জজ আদালত-১ এর বিচারক বিজ্ঞ ফারজানা আক্তারের আদালত আজ সবাইকে বেকসুর খালাস প্রদান করেন।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর