প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজারে অভিযান চালিয়ে অবৈধ দখলদারের কাছ থেকে ৫৬ শতাংশ সরকারী সম্পত্তি উদ্ধার করা হয়েছে যার বাজার মূল্য ৩ কোটি ৪৫ লাখ টাকা। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া সন্ধায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।বিজ্ঞপ্তিতে জানানো হয় জেলা প্রশাসনের চলমান উচ্ছেদ অভিযানের কার্যক্রমের অংশ হিসেবে আজ ০৭ জানুয়ারী (মঙ্গলবার) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুজিবুর রহমানের নেতৃত্বে দালাল বাজারে এই অভিযান চালানো হয়। এসময় ১২ টি অবৈধ স্থাপনা, ৩ টি বিলবোর্ড অপসারণ করা হয়। এসময় সড়ক জনপদ অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :