লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা প্রশাসক অভিযান চালিয়ে জেলার রামগতি ও কমলনগর উপজেলায় ৮টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া ০৭ জানুয়ারী (মঙ্গলবার) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় গত (১ জানুয়ারী-৬ জানুয়ারী) গত ১ জানুয়ারী রামগতি উপজেলার মের্সাস মিরাজ ও আসিফ বিক্স এ নির্বাহী ম্যাজিষ্ট্রেট মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী অভিযান চালিয়ে ভাটার চিমনি বিনষ্ট করে। এসময় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে।
গত ৫ জানুয়ারী রামগতি উপজেলার চররমিজ ইউনিয়নের চরআফজল গ্রামের মেসার্স এসকেবি (করিম, কাউসার, সাইফুল, সাত্তার) ব্রিকস, মেসার্স আদর্শ ব্রিকস্ এবং চরনেয়ামত গ্রামের মেসার্স আলী ব্রিকস এ পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী ও উপজেলা নির্বাহি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট সৈয়দ আমজাদ হোসেন অভিযান চালিয়ে মোট ৫ লাখ টাকা জরিমানা আদায় করে চিমনি বিনষ্ট করে।
অপর দিকে পৃথক অভিযানে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ও করুনানগর এলাকার ৩ টি ইটভাটা অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী। এসময় ৩ টি ইটভাটায় ৬ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে ভাটার চিমনি গুলো বিনষ্ট করা হয়।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে ইটভাটাগুলোর বিরুদ্ধে জরিমানা নির্ধারণ ও আদায় করা হয় বলে জানান পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী ও উপজেলা নির্বাহি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট সৈয়দ আমজাদ হোসেন।
আপনার মতামত লিখুন :