সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠা অবৈধ ইটভাটার ৩টিতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (০৫ জানুয়ারী) দিনব্যাপী পরিচালিত পৃথক অভিযানে তিনটি ইটভাটকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩, সংশোধিত ২০১৯ অনুসারে নগদ ৫ লক্ষ টাকা জরিমানা করে নগদ আদায় করা হয়েছে এবং চিমনিসহ ইটভাটাগুলোকে ভেকু মেশিন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
ইটভাটা গুলো হচ্ছে উপজেলার চর আলগী ইউনিয়নের পূর্ব চর নেয়ামত গ্রামের মেসার্স আলী ব্রিকস, চর আফজল গ্রামের আদর্শ ব্রিকস এবং একই গ্রামের নির্মানাধীন মেসার্স এসকেবি ব্রিকস। উপজেলার চর রমিজ ইউনিয়নে ২৩টিসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে গড়ে উঠা ৫০টি ইটভাটা রয়েছে।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের উদ্যোগে উপজেলায় অবৈধ ভাবে গড়ে ওঠা এসব ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ আমজাদ হোসেন এবং পরিবেশ অধিদপ্তর নির্বাহী ম্যাজিস্ট্রট (সিনিয়র সহকারী সচিব) সুলতানা ছালেহা সুমী। মোবাইল কোর্ট প্রসিকিউশন করেন পরিবেশ অধিদপ্তর লক্ষ্মীপুর কার্যালয়ের পরিদর্শক মোজাম্মেল হক। এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান, রামগতি থানা পুলিশ, সেনাবাহিনী, এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রামগতি ইউনিটের সদস্যগণ।
ইউএনও সৈয়দ আমজাদ হোসেন জানান, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন না মেনে অবৈধভাবে ইটভাটা তৈরি করে পরিবেশের ক্ষতি করার দায়ে মেসার্স আলী ব্রিকসকে ২ লক্ষ, মেসার্স আদর্শ ব্রিকসকে ২ লক্ষ এবং নির্মানাধীন মেসার্স এসকেবি ব্রিকসকে নগদ ১ লক্ষ টাকা জরিমানা করে দিয়ে নগদ আদায় করা হয়। এসময় ইটভাটা গুড়িয়ে ধ্বংস করতে ভ্যাকু মেশিন এবং ফায়ার সার্ভিসের সাহায্য নেওয়া হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :