• ঢাকা
  • রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২৫
আপডেট : ৫ জানুয়ারি, ২০২৫



লক্ষ্মীপুরে সড়ক পরিবহন আইনে ১১ জনের জরিমানা

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর শহরের রামগতি-লক্ষ্মীপুর সড়কের মিয়া রাস্তা নামক স্থানে ০৫ জানুয়ারী (রোববার) বিকেলে অভিযান চালিয়ে ১১ জনকে ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা এই অভিযানে নেতৃত্ব দেন। এসময় বিআরটিএ লক্ষ্মীপুর শাখার সহকারী পরিচালক মো: কামরুজ্জামানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, ড্রাইভিং লাইসেন্স, রুট পারমিট ও ফিটনেস সনদ না থাকায় বাস,পিআপসহ অন্যান্য যানবাহনে অভিযান চালিয়ে ১১ জন চালককে সড়ক পরিবহণ আইন, ২০১৮ অনুযায়ী মোট ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর