• ঢাকা
  • রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২৫
আপডেট : ৪ জানুয়ারি, ২০২৫



লক্ষ্মীপুরে উদয়ন আদর্শ স্কুল এন্ড কলেজ কার্যক্রম শুরু

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি: লক্ষ্মীপুর শহরের রেহান উদ্দিন ভূঁইয়া সড়কের পুরাতন শহীদ মিনারের দক্ষিণ পাশে উদয়ন আদর্শ স্কুল এন্ড কলেজের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ০৪ জানুয়ারী (শনিবার) সকালে প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাসে এই উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর এস ইউ এম রুহুল আমীন ভূঁইয়া। প্রতিষ্ঠানের সভাপতি এডভোকেট শাহাদাত হোসেন এর সভাপতিত্বে ও  প্রতিষ্ঠানের অধ্যক্ষ সেলিম উদ্দিন নিজামীর পরিচালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, এডভোকেট রফিকউল্লাহ, শামছুল করিম খোকন, মাস্টার হাসানুজ্জামান, লক্ষ্মীপুর বণিক সমিতি ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল আজিজ, প্রফেসর হেলাল উদ্দীন মাহমুদ, আবদুস শহিদ, মোঃ মজিব উল্যাহ, এডভোকেট মোঃ বেলাল হোসেন, মোঃ আকবর হোসেন প্রমুখ। এসময় প্রতিষ্ঠানের পরিচালক, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে স্কুল এন্ড কলেজের কার্যক্রম শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এই সময় বক্তারা বলেন, লক্ষ্মীপুরে অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, তার মধ্যে সেরা প্রতিষ্ঠান ও রয়েছে,উদয়ন স্কুল এন্ড কলেজ উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করেছে। এখানের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী অভিজ্ঞ ও যোগ্যতা সম্পন্ন, এই প্রতিষ্ঠান তাদের কাজের মাধ্যমে জেলায় উন্নত একটি প্রতিষ্ঠান হিসেবে পরিচিত লাভ করবে সেই প্রত্যাশা থাকবে। পাশাপাশি মান সম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবকসহ উপস্থিত সকলের সহযোগীতা কামনা করেন।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর