• ঢাকা
  • রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৫
আপডেট : ১ জানুয়ারি, ২০২৫



লক্ষ্মীপুরের মান্দারী ইউপি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মতবিনিময়

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত মো: সালেহ উদ্দিন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,ইমাম,চিকিৎসক, সাংবাদিক,শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের সাথে মতবিনিময় সভা করেন। ০১ জানুয়ারী (বুধবার) বিকেলে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে উপলক্ষে সভার আয়োজন করা হয়।অনুষ্ঠান শুরুতে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের পক্ষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মতবিনিময় সভায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো: সালেহ উদ্দিন বলেন, সরকার আমাকে কর্মকর্তা হিসেবে মান্দারী ইউনিয়নে দায়িত্ব প্রদান করেছে। সকল শ্রেণী ও পেশার মানুষের সহযোগীতা পেলে জেলার মধ্যে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ে তোলা সম্ভব। ইউনিয়ন বিভিন্ন রাস্তা-ঘাট, পুল-কালভাটসহ বিভিন্ন সমস্যা থাকতে পারে পর্যায়ক্রমে সেই গুলো কাজ করার জন্য প্রদক্ষেপ নেওয়া হবে। ইউনিয়নের আইনশৃঙ্খা উন্নত করতে রাজনৈতিদলসহ সকলের সহযোগীতা প্রয়োজন। তিনি বলেন, দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে চাই। অতীতে কি হয়েছে তা জানতে চাইনা তবে সামনে দায়িত্ব্ পালনে আন্তরিকতা ও সততা থাকবে। পাশাপাশি পরিষদের সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ভাবে কাজ করতে হবে। কারো কোন কাজে অবহেলা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোন ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে জানান তিনি।
পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমানের পরিচালনায় সভায় আরও বক্তব্যে রাখেন, লক্ষ্মীপুর জর্জকোর্টের পিপি এ্যাড: আহম্মদ ফেরদৌস মানিক,ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান উল্যা চৌধুরী,সাধারণ সম্পাদক মো: আবদুল্লাহ, জামায়াতে ইউনিয়ন আমির মাহফুজুর রহমান, মাসরুর আলম, মান্দারী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ, ইউপি মেম্বার কাউছার আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ এসময় বক্তব্য রাখেন।

 

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর