প্রতিনিধি : নতুন বছরের শুরুতেই লক্ষ্মীপুর পৌর এলাকার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে। লক্ষ্মীপুর পৌরসভার আয়োজনে আজ বুধবার (০১ জানুয়ারী) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ শিক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
পৌর প্রশাসক মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আকতার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জামশেদ আলম রানা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল লতিফ মজুমদার, পৌর নির্বাহী কর্মকর্তা খান মো: ফারাবী প্রমূখ।আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ
পৌর এলাকার প্রাথমিক বিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়। এ সকল সামগ্রীর মধ্যে রয়েছে স্কুল ব্যাগ, জ্যামিতি বক্স, কলম, পেন্সিল ও খাতা।
আপনার মতামত লিখুন :