• ঢাকা
  • রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২৪
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২৪



নদে ডুবে তিন ভাইয়ের মৃত্যু

গ্রামীণ কণ্ঠ

জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ দুপুর আড়াইটার দিকে শহরতলীর ছনকান্দা এলাকার ব্রহ্মপুত্র নদে এই ঘটনা ঘটে।নিহতরা হলেন- জামালপুর জিলা স্কুলের নবম শ্রেণির ছাত্র আফিফ, দশম শ্রেনির ছাত্র রাহি ও ঢাকার পিপারেটরী স্কুলের নবম শ্রেণির ছাত্র রওশন। নিহত তিনজনই মামাতো, ফুপাতো ভাই।নিহতের স্বজনেরা জানান- বছর শেষে স্কুলের ছুটিতে নানা বাড়িতে বেড়াতে আসে রওশন। দুপুরে দুই মামাতো ভাই আফিফ ও রাহিসহ স্থানীয় বন্ধুদের নিয়ে ব্রহ্মপুত্র নদের পাড়ে ফুটবল খেলতে যায় তারা। খেলা শেষে নদে গোসল করতে নামলে পানিতে ডুবে যায় ৫জন। স্থানীয়রা দুইজনকে৷ জীবিত উদ্ধার করতে পারলেও নিখোঁজ থাকে তিন জন। পরে ফায়ার সার্ভিস এসে ঘন্টাব্যাপী অভিযান পরিচালনা করে তিন জনের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন