লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) সকালে সদর উপজেলার দালাল বাজার এলাকায় লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জেলা প্রশাসন। প্রায় ৬ কিলোমিটার সড়কের দু’পাশে সওজের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে, উচ্ছেদের পর যেন নতুন করে কোনো স্থাপনা তৈরি না হয়, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা। তারা আরও দাবি করেছে, উচ্ছেদ অভিযান সম্পূর্ণ বাস্তবায়ন করতে হবে। বিকেলে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া সাংবাদিকদের জানান, অভিযানে ৭৫ টি অবৈধ স্থাপনা ০৯ টি অবৈধ সাইন বোর্ড অপসারণ করা হয়। এতে ১.৬৫ একর সরকারী সম্পত্তি উদ্ধার করা হয় যা বাজার মূল্য ১০ কোটি ১৭ লাখ টাকা।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) রাজীব কুমার সরকার, জেলা পুলিশ সুপার (এসপি) আকতার হোসেন এবং লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তার জামসেদ আলম রানা, সহকারী কমিশনার ভূমি অভি দাস উপস্থিত ছিলেন।
দালাল বাজারের সাতজন ব্যবসায়ী জানান, সড়কের দুইপাশে সরকারি জমি রয়েছে, যেখানে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে কিছু প্রভাবশালী ব্যক্তি সুবিধা নিচ্ছে। এর ফলে সারাদিন যানজট লেগে থাকে। এখন অবৈধ স্থাপনা সরানো হচ্ছে, তবে পুনরায় যেন এসব স্থাপনাগুলো তৈরি না হয়, সেজন্য প্রশাসনকে কঠোর ভূমিকা রাখতে হবে।
লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, কুমিল্লা-লালমাইল-চাঁদপুর-লক্ষ্মীপুর ও নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ১০৪ কিলোমিটার থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত সওজের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এর মধ্যে দালাল বাজার, উত্তর তেমুহনী ও ঝুমুর এলাকায় সড়কের দু’পাশে অবৈধ দখলদার, স্থাপনা, বিলবোর্ড ও সাইনবোর্ড উচ্ছেদ করা হবে।লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) রাজীব কুমার সরকার বলেন, ‘সপ্তাহজুড়ে জেলা প্রশাসনের তদারকিতে উচ্ছেদ কার্যক্রম চলবে। পর্যায়ক্রমে পৌরসভা ও উপজেলাসহ ইউনিয়ন পর্যায়েও সরকারি জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
আপনার মতামত লিখুন :