• ঢাকা
  • রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৪
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২৪



লক্ষ্মীপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি: প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে আজ ১৮ ডিসেম্বর (বুধবার) আন্তর্জাতিক অভিবাসী দিবস/ জাতীয় প্রবাসী উপলক্ষে লক্ষ্মীপুরে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।লক্ষ্মীপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেপি দেওয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার এবি সিদ্দিকী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো: সোহেল হোসেন, চীফ ইনট্রাক্টর আরিফুর রহমান সোহেল, জেলা জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরো উপসহকারী পরিচালক মো: নজির উল্যা, লক্ষ্মীপুর প্রেসক্লাবের কার্য নিবার্হী কমিটির সদস্য মো: রবিউল ইসলাম খান, ব্রাকের জেলা সমন্বয়ক অরুন কুমার দাস প্রমুখ।
পরে শ্রেষ্ট রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে ইসলামী ব্যাংক লক্ষ্মীপুর শাখা পক্ষ থেকে সদর উপজেলার মাসুদুল ইসলাম কে সম্মাননা প্রদান করে অতিথিবৃন্দ। পরে অতিথিবৃন্দ প্রবাসী ও চাকরি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় জনশক্তি কর্মসংস্থান ব্যুরো, প্রবাসী কল্যাণসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়।এসময় বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও   কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর