• ঢাকা
  • সোমবার, ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৪
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২৪



ভারতে পাচারের সময় দেশীয় রসুন জব্দ

গ্রামীণ কণ্ঠ

রাঙামাটি:পার্বত্য রাঙামাটি জেলার কাপ্তাই রথ কে ব্যবহার করে প্রায় প্রতিদিনই তোরা চালানি সিন্ডিকেট চক্র দেশীয় রসুন পাচারের পাশাপাশি ভারতীয় সীমান্ত থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ সিগারেটসহ বিভিন্ন জিনিসপত্র পাচার করছে। বিষয়টি গোয়েন্দা তথ্যের মাধ্যমে নিশ্চিত হয়ে রাঙামাটির ভারত সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি বাড়িয়েছে আমাদের সীমান্ত রক্ষী বাহিনী। যার ধারাবাহিকতায় ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের দিনে রাঙামাটির বরকল উপজেলাধীন ছোট হরিনায় প্রায় ৬৮০ কেজি দেশীয় রসুন আটক করেছে বিজিবি কর্তৃপক্ষ।
বিজিবির নির্ভরযোগ্য সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গত ১৬ ডিসেম্বর বিকেলে ছোট হরিনাস্থ ১২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ, পিএসসি’র নেতৃত্বে একটি টহলদল কর্তৃক ছোটহরিণা বাজারঘাট নামক চেক পোষ্টের সামনে অভিযান পরিচালনা করে মালিকবিহীন পরিত্যাক্ত অবস্থায় ৬৮০ কেজি বাংলাদেশী রসুন জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ১,৬৩,২০০/- টাকা। জব্দকৃত রসুন সীতাকুন্ড কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি কর্তৃপক্ষ।

আরও পড়ুন