প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি বার্ষিক সম্মেলন ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সমিতির উপজেলা শাখা সভাপতি নুরুল ইসলাম এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তালেব।সম্মেলনে আরও বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক মো: রুহুল আমিন, যুগ্ন-সম্পাদক মো: নুর হোসেন, ইব্রাহিম খলিল, নুরুল ইসলাম, ইউসুফ আলী,কামাল হোসেন, শাহাদাত হোসেন, আবদুর রব হেলাল প্রমুখ। সম্মেলন শেষে উপজেলা কার্যকরী কমিটির নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার মিজানুর রহমান ভূঁইয়া।
তিনি বলেনম আগামী ৫-৭ জানুয়ারী ২০২৫ ইং নির্বাচনের মনোনয়নপত্র জমা গ্রহন ও জমা ৮ জানুয়ারী যাচাই-বাছাই ৯ জানুয়ারী প্রত্যাহার ১৫ জানুয়ারী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও ৩০ জানুয়ারী নির্বাচন লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতনে অনুষ্ঠিত হবে। নির্র্বাচনে মনোনয়নপত্রের সাথে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৩ হাজার টাকা এবং অন্য পদে ২ হাজার টাকা জমা দিতে হবে।
আপনার মতামত লিখুন :