• ঢাকা
  • রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২৪
আপডেট : ৯ ডিসেম্বর, ২০২৪



লক্ষ্মীপুরে রোকেয়া দিবসে ১০ জন জয়িতাকে সম্মাননা

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি: নারী কন্যার সুরক্ষা করি, সহিংতামুক্ত বিশ^ গড়ি এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে ০৯ ডিসেম্বর (সোমবার) জয়ীতা অন্বেষনে বাংলাদেশ বেগম রোকেয়া দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে ১০ জন নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে। সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে ৫ জন ও উপজেলা পর্যায়ে ৫ জনকে এই সম্মাননা প্রদান করা হয়।
জেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেপি দেওয়ান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: আক্তার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ কবির রানা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুলতানা জোবেদা খানম, জাতীয় মহিলা সংস্থা জেলা কর্মকর্তা আনোয়ার পাশা প্রমুখ।
আলোচনা সভা শেষে শিক্ষা চাকরি সফলতা, সফল জননী, অর্থনৈতিকভাবে সফলতা, সমাজ উন্নয়নে অবদান, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন জীবন সফলতাসহ ৫ টি ইভেন্টে সদর উপজেলা পর্যায়ে ৫ জন এবং জেলা পর্যায়ে ৫ জনসহ মোট ১০ জনকে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ। এসময় বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরেরর কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর