• ঢাকা
  • রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২৪
আপডেট : ৫ ডিসেম্বর, ২০২৪



হাতিয়ার কোরালিয়া উপকূলে ২০ ফিট দৈর্ঘ্যের একটি তিমি উঠে এসেছে

গ্রামীণ কণ্ঠ

হাতিয়া (নোয়াখালী)।নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার কোরালিয়া উপকূলে ২০ ফিট লম্বা একটি তিমি মাছ উঠে এসেছে। পরে কোস্ট গার্ড ও মৎস্য দপ্তরের সমন্বিত প্রচেষ্টায় তিমিটিকে নদীর দিকে ফেরানোর চেষ্টা করলেও মাছটি দুর্বল হওয়ায় বারবার তীরে চলে আসে।বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তমরোদ্দি লঞ্চ ঘাটের দক্ষিণে কোরালিয়া সমুদ্র তীরে মাছটি উঠে আসে।

হাতিয়া উপজেলা মৎস্য দপ্তরের তথ্য মতে, তিমি মাছটি সাড়ে এগারোটার দিকে কোরালিয়া উপকূলে উঠে আসে। পরে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা মৎস্য অফিসকে জানায়। মৎস্য অফিস দ্রুত বিষয়টি কোস্ট গার্ডকে অবহিত করেন। যেহেতু হাতিয়া কোস্ট গার্ড স্টেশনটি কোরালিয়া থেকে কাছাকাছি স্থানে। পরে কোস্ট গার্ডের সদস্যরা এবং মৎস্য অফিসের স্ট্যাফ’রা মিলে স্থানীয় কিছু লোক’কে সাথে নিয়ে তিমি মাছটিকে নদীর দিকে ফেরানোর চেষ্টা করে। কিন্তু মাছটি দুর্বল হওয়ায় বারবার তীরে ফিরে আসে।

হাতিয়া উপজেলা মেরিন ফিশারিজ অফিসার মাহমুদ হাসান জানান, তিমি মাছটি উপকূল উঠে আসার খবর পেয়ে আমরা দ্রুত সেখানকার কোস্ট গার্ডকে জানায়। পরে আমরাসহ মাছটিকে নদীর দিকে ফেরানোর চেষ্টা করি। কিন্তু তিমিটি দুর্বল হওয়ায় নদীর দিকে যেতে চায়না। বারবার তীরে চলে আসে। তাই আমরা সেখানকার একজন চৌকিদারকে নজরদারিতে রাখার দায়িত্ব দিয়েছি। যেনো কেউ মাছটির ক্ষতি করতে না পারে।
তিনি আরও জানান, তিমি মাছটি কূলে আসারপর স্থানীয় কিছু লোক মাছটিকে মেরে ফেলতে চেয়েছিল। এমন খবর পেয়ে আমরা কোস্ট গার্ডের সহযোগিতায় দ্রুত মাছটিকে উদ্ধার করতে সক্ষম হই। প্রায় ২০ ফিট দৈর্ঘের তিমি মাছটির ওজন ৪০ মনেরও বেশি হবে। তিমি মাছটি এখন চৌকিদারের নজরদারিতে কোরালিয়া নদী তীরের কাছাকাছিতে রয়েছে বলেও জানান ফিশারিজ কর্মকর্তা।

আরও পড়ুন