• ঢাকা
  • রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২৪
আপডেট : ৩ ডিসেম্বর, ২০২৪



লক্ষ্মীপুরে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি: অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে ০৩ ডিসেম্বর (মঙ্গলবার) ৩৩ তম আন্তর্জাতিক ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র‌্যালি,আলোচনা সভা, হুইল চেয়ার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে জেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার হালদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, প্রফেসর জেড এম ফারুকী, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো: মাহবুবুর রহমান, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. শরীফ হোসেন, বোরহান উদ্দিন ভূঁইয়া, নাঈমা জান্নাত প্রমুখ। আলোচনা সভা শেষে দিবসবটি উপলক্ষে ১০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। এসময় বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা, এনজিও, সাংবাদিক, প্রতিবন্ধী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর