• ঢাকা
  • বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৪
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৪



লক্ষ্মীপুরে দুই রেস্তোরাঁকে জরিমানা

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে দুটি খাবার হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে পৌর শহরের কলেজ রোড ও হাসপাতাল রোড এলাকায় অভিযান চালিয়ে রেস্তোরাঁকে জরিমানা করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মজিবুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় লক্ষ্মীপুর পৌরসভার নিরাপদ খাদ পরিদর্শক আবদুল্লাহ হিল হাকিম উপস্থিত ছিলেন।দণ্ডাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রাজমহল হোটেলকে পাঁচ হাজার ও বিগবাইট রেস্তোরাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

নিরাপদ খাদ্য পরিদর্শক মুহাম্মদ আবদুল্লা হিল হাকিম জানান, প্রতিষ্ঠানগুলোকে মেয়াদোত্তীর্ণ খাবার এবং নোংরা পরিবেশে অস্বাস্থ্যকর খাবার তৈরি করায় জরিমানা করা হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত ও ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে

আরও পড়ুন