• ঢাকা
  • বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৪
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৪



১০ কেজি গাঁজা সহ মাদক কারবারী আটক

গ্রামীণ কণ্ঠ

সোনারগাঁও প্রতিনিধি,যাত্রীবাহী বাস থেকে লিটন (৩৮) নামের এক মাদক কারবারীকে ১০ কেজি গাঁজা সহ আটক করছে সোনারগাঁও থানা পুলিশ। আজ বুধবার (২৭ নভেম্বর) মাদক কারবারী লিটনকে নারায়ণগঞ্জ কোর্টে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, গত মঙ্গলবার চট্টগ্রাম-ঢাকাগামী ইতি পরিবহনে (বাস নং চট্ট-মেট্টো-ব-১১-১৯৩৫) যাত্রীবেশে গাঁজা বহন করে ঢাকায় যাচ্ছিল। বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও উপজেলা মেঘনা টোলপ্লাজা সংলগ্ন আষারিয়ারচর আসলে বাসে তল্লাশি চালিয়ে মাদক কারবারী লিটনকে ১০ কেজি গাঁজা সহ আটক করা হয়। সে কুমিল্লা জেলার কোতোয়ালী থানার সাতরা ধর্মপুর গ্রামের মৃত মিলনের ছেলে। সে একজন পেশাদার মাদক কারবারী। তার বিরুদ্ধে আরো ১৩টি মাদক মামলা রয়েছে।
বিষয়টি সোনারগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী নিশ্চিত করছেন। এ ব্যাপারে সোনারগাঁও থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন