প্রতিনিধি : বিনা সুদে ১লক্ষ টাকা করে ঋণ দেওয়ার নামে অর্থ আদায় ও ঢাকায় নিয়ে সমাবেশ করার নামে প্রতারণার শিকার হওয়ায় লক্ষ্মীপুরের রামগতিতে ৫জনের বিরুদ্ধে মামলা করেছেন এক ভুক্তভোগী। সোমবার সন্ধ্যায় রামগতি থানায় এ মামলাটি করেন ৭নং চর রমিজ ইউনিয়নের চর আফজল গ্রামের মো: হানিফের ছেলে মো: ইউসুপ (৪২) ।
মামলার এজহার ও পুলিশসূত্রে জানা যায়, চলতি মাসের মাঝামাঝি সময়ে চরগাজী ইউনিয়নের চর লক্ষ্মী গ্রামের আলতাফ উদ্দিনের স্ত্রী হাসিনা বেগম (৪০), চর পোড়াগাছা ইউনিয়নের চর বেদমা গ্রামের আবদুল হালিমের স্ত্রী শিরিন আক্তার (৩৬), চর বাদাম ইউনিয়নের ৪নং ওয়ার্ড চরসীতা গ্রামের মৃত জালাল আহাম্মদের ছেলে হাফেজ মো: জাহিদ হোসেন (৫৪), অজ্ঞাত রনজিৎ মজুমদার (৫০) এবং নোয়াখালী জেলার চর জব্বর থানার ভুঁইয়ারহাট গ্রামের রনজিৎ মজুমদারের স্ত্রী ভাগ্যবতি বালা মজুমদার (৪০) সহ বেশ কয়েকজন মিলে বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মী পরিচয় দিয়ে মো: ইউসুপের বাড়িসহ ঐ এলাকার আরো কয়েকটি বাড়িতে যায়।
এসব সদস্যরা জানায় সংস্থা থেকে এলাকার গরীব ও অসহায় নারী-পুরুষদের বিনাসুদে ১লক্ষ টাকা করে ঋণ দেওয়া হবে। এ ঋণের কিস্তি হিসেবে প্রতি মাসে মাত্র ১হাজার টাকা করে পরিশোধ করতে হবে। এমন প্রলোভনে ইউসুপসহ এলাকার প্রায় ৪০জন থেকে ঋণ আবেদন ফরম পূরনের কথা বলে প্রতিজনের কাছ থেকে ৫০টাকা করে আদায় করেন তারা। পরবর্তীতে এ ঋণ পেতে আরো ৫হাজার টাকা করে নগদ জমা দিতে হবে বলে গ্রাহকদের জানায়। এছাড়াও ২৫নভেম্বর ঢাকার শাহবাগে একটি জনসভায় অংশ নেওয়ার পাশাপাশি প্রতিজনকে ১হাজার টাকা টাকা করে জমা দিতে হবে বলেও জানান তারা।
গত ২৪ নভেম্বর (শনিবার) উপজেলার রামগতি বাজার জিরো পয়েন্ট এলাকায় উপস্থিত হয়ে ৪০জন গ্রাহক থেকে ১হাজার টাকা করে আদায় করে এ চক্রটি। একই দিন রাত দশটার সময় দুটি বাসযোগে ঢাকার শাহবাগের উদ্দেশ্যে রওয়ানা হয় তারা। এরপর উপজেলার আজাদনগর বাজার এলাকায় পুলিশ তাদের আটকে দেয় তাদের। মামলার বাদী মো: ইউসুপ এজাহারে উল্লেখ করেন, পুলিশের মাধ্যমেই তখন জানতে পারি এ প্রতারক চক্র আমাদেরকে বিনাসুদে ঋণ দেওয়ার লোভ দেখিয়ে সমাবেশে যোগদানের নামে প্রতারণা করছেন।
ভূক্তভোগী মো: ইউসুপ জানান, পুলিশ আমাদের যাত্রাপথে বাধা দেওয়ার পরই আমরা যে প্রতারণার শিকার সে বিষয়ে নিশ্চিত হতে পারি। তখন আমরা প্রতারক চক্রেaর ৩জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটকৃতরা হচ্ছেন হাসিনা বেগম, শিরিন আক্তার এবং জাহিদ হোসেন।
রামগতি থানার অফিসার ইনচার্জ ওসি কবির হোসেন জানান, বিনাসুদে ঋণ পেতে ঢাকায় সমাবেশে যোগ দিতে যাচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে আজাদনগর এলাকা থেকে দুটি বাস আটকে দেওয়া হয়। এ সময় প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করা হয়। যাত্রীদেরকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে মামলা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :