• ঢাকা
  • বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৪
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৪



নতুন ভাবে চিন্তা না করলে ভবিষ্যৎ বাংলাদেশ সুন্দর হবেনা এ্যানি

গ্রামীণ কণ্ঠ

কেন্দ্রিয় বিএনপির যুগ্নমহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, নতুন ভাবে চিন্তা না করলে ভবিষ্যৎ বাংলাদেশ সুন্দর হবেনা। শিক্ষকদের এখনো আমরা সম্মান দিতে পারিনি। আমার মতো নেতা কে এক সময় নেতৃত্ব দিয়েছে শিক্ষকরা।
ডিসি, সচিব সবাই শিক্ষকদের মাধ্যমে মানুষ হয়ে উচ্চ স্থানে যায়। তিনি বলেন, গত ১৬ বছর সমাজ নষ্ট হয়ে গেছে। এ সমাজ পরিবর্তন করতে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। ২৩ নভেম্বর (শনিবার) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন জেলা শাখার ৩য় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি আরও বলেন, অন্তবর্তি সরকার ফেল করলে আমার আপনার বিপদ আছে। সেইজন্য এই সরকার কে সহযোগীতা করতে হবে। বিএনপি বর্তমান অন্তবর্তি সরকার কে সহযোগীতা করে যাচ্ছে ভবিষ্যতে করে যাবে। তিনি শিক্ষকদের অনেক গুলো দাবী রয়েছে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করলে এবং আমরা নির্বাচিত হলে সংসদে গিয়ে আপনাদের দাবী ব্যাপারে কথা বলবো।
তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে অন্তবর্তি সরকাকে আমরা ৩১ টি দাবী উপস্থাপন করেছি। এক দলীয় শাসন ফ্যাসিবাদের জন্ম দেয় তাই আমরা দ্বি পক্ষ বিশিষ্ট সংসদ চালুর বিষয়ে দাবী করেছি। তা হলে সবার দাবী দাওয়া আলাপ আলোচনার মাধ্যমে বাস্তবায়নে সম্ভব হবে। বিগত আলোচনা সিদ্ধান্ত ছাড়াই প্রজ্ঞাপন দিয়ে জোর ভাবে বাস্তবায়ন করার চেষ্টা করতো। সেই সুযোগ আর থাকবে না। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে।
বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সম্মেলন উদ্বোধক ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন, এসোসিয়েশন কেন্দ্রিয়  কমিটির সভাপতি মো: হারুন অর রশিদ,অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সম্রাট খিসা, জেলা বিএনপির সদস্য সচিব শাহাব উদ্দিন সাবু, কেন্দ্রিয় কমিটির মহাসচিব ফিরোজ আলম,মাও: একে এম আবদুল্লাহ,মাও: নেছার উদ্দিন,শাহাদাত উল্যাহ, কাজি হাবিবুর রহমানসহ জেলা উপজেলা ও কেন্দ্রিয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন