• ঢাকা
  • বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৪
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৪



বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন

গ্রামীণ কণ্ঠ

স্থানীয় এক অডিটোরিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আগামী ২০২৪-২৬ সেশনের জন্য জেলা সভাপতি পদে মমিন উল্যাহ পাটওয়ারী এবং সাধারণ সম্পাদক মাষ্টার মমিনুল হক নির্বাচিত হয়।জেলা সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারীর সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া। জেলা সাধারণ সম্পাদক মাষ্টার মমিনুল হকের পরিচালনায় উক্ত সম্মেলনে আরো বক্তব্য রাখেন নব নির্বাচিত জেলা সহ-সভাপতি মাওলানা হুমায়ুন কবির, জেলা সহ-সভাপতি আবুল খায়ের মিয়া। উপস্থিত ছিলেন জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবুল বাশার, লক্ষ্মীপুর শহর সভাপতি এ্যাডভোকেট মঞ্জুরুল আলম মিরনসহ শাখা দায়িত্বশীল ও ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ।

আরও পড়ুন