• ঢাকা
  • শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৪
আপডেট : ২০ নভেম্বর, ২০২৪



লক্ষ্মীপুরে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের নতুন হাট এলাকায় সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ড থেকে কামালকে গ্রেপ্তার করা হয়।চন্দ্রগঞ্জ থানার ওসি কায়সার হামিদ বলেন, ২০১৭ সালের একটি হত্যা মামলায় কামাল সাজাপ্রাপ্ত আসামি। এতদিন তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ২০ নভেম্বর (বুধবার) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ বলছে, কামাল বিগত সময়ের সন্ত্রাসী গোষ্ঠী সোলায়মান বাহিনীর সক্রিয় সদস্য ছিলো।
জানা যায়, ২০১৪ সালে চরশাহী ইউনিয়নের রামপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী বাহিনী দিদার ও সোলায়মান বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় দিদার বাহিনীর সদস্যরা কাছ থেকে কামালের এক পায়ে গুলি করে। এতে তার এক পা কেটে ফেলতে হয়। এরপর থেকে অনেকটাই আত্নগোপনে ছিলো কামাল।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর