• ঢাকা
  • বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৪
আপডেট : ২০ নভেম্বর, ২০২৪



কনস্টেবল নিয়োগে দুর্নীতি সাবেক এসপি কারাগারে

গ্রামীণ কণ্ঠ

মাদারীপুরে পুলিশ কনস্টেবল নিয়োগে দুর্নীতির অভিযোগে করা মামলায় জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) সুব্রত কুমার হালদারের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর এ আদেশ দেন।

২০১৯ সালে পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে দুর্নীতির অভিযোগে এ মামলাটি করে দুদক। এর আগে সুব্রত কুমার হালদার উচ্চ আদালত থেকে তিন মাসের জামিনে ছিলেন। কারাগারে যাওয়ার আগপর্যন্ত তিনি রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে কর্মরত ছিলেন। প্রথম আলোকে বেলা একটায় বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আকতারুজ্জামান।

আরও পড়ুন