প্রতিনিধি: পন্যের মূল্য সহনীয় রাখার লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর লক্ষ্মীপুর কার্যালয়ের উদ্যোগে ১৯ নভেম্বর (মঙ্গলবার) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন বাজার অভিযান চালিয়ে ৮ টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে।ভোক্তা অধিকারের সহকারী পরিচালক নুর হোসেন এই অভিযানে নেতৃত্ব দেন। এসময় বৈষম্য বিরোধী ছাত্রদের একটি টিম, কনসাস কনজুমার সোসাইটির একটি টিম সাথে ছিলেন।
এ ব্যাপারে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক নুর হোসেন জানান, পণ্যের মূল্য তালিকায় লিখে প্রদর্শন না করার দায়ে ভাই বন্ধু জেনারেল স্টোরকে ৪০০০/-, সোহেল স্টোরকে ১০০০/- আরিফ স্টোরকে ১০০০/- আল আমিন স্টোরকে ২০০০/- মফিজ স্টোরকে ১০০০/- জরিমানা করা হয়েছে। কেকের প্যাকেটে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় আবুল কালাম স্টোরকে ১০০০/- জরিমানা করা হয় । অপর দিকে একই দিনে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় আল মদিনা ফার্মেসিকে ১৫,০০০/- জরিমানা করা হয়েছে। মিষ্টির ওজনে কারচুপি ও মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে পলাশ মিষ্টান্ন ভাণ্ডারকে ৫,০০০/- জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক সর্বমোট ৮ টি প্রতিষ্ঠানকে ৩০,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :