প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও লক্ষ্মীপুর-(২) রায়পুর আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেছেন যদি দেশ চালাতে না পারেন। অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করেন। জনগণ যাদেরকে ভোট দিবে তারা দেশ পরিচালনা করবে। আওয়ামী লীগের সমালোচনা করে সাবেক এ এমপি আরও বলেন, আওয়ামী লীগ সবসময় পালাই। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু শেখ মজুবুর রহমান নিজেই বাঁচার জন্য পাকিস্তানের সেনাবাহিনীদের বলেন। আমি যদি স্বাধীনতার ঘোষণা দিই, তাহলে এ দেশের জনগণ আমাকে মেরে ফেলবে। তাই তোমরা আমাকে ধরে নিয়ে যাও।
ঠিক ২০২৪ সালে এসে শেখ হাসিনা তাঁর লক্ষ-লক্ষ নেতাকর্মী। চোর-বাটপার, দুনীতিবাজ ও সন্ত্রাসদের রেখে তারা দুই-বোন পালিয়ে গেছে।
আয়েনা ঘর প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, পালিয়ে হাসিনার রেহাই নেই। এ যে আয়েনা ঘর সৃষ্টি করেছে। বিনা কারণে গুম-খুন করা হয়েছে। নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে। দীর্ঘদিন মাটির নিচে বন্দী করে রেখেছে। অনেকেই মারা গেছে, কেউবা ফিরে এসেছে।
সোমবার (১১ নভেম্বর) দুপুরে সদর উপজেলার দালাল বাজার এলাকায় লক্ষ্মীপুর-রায়পুর সড়কের পাশে অবস্থিত আলিফ-মীম হাসপাতাল উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলিফ-মীম হাসপাতালের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আমির হোসেন সভাপতিত্বে ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এ.এম ফরিদ উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রাইভেট হাসপাতাল সমিতির সভাপতি কবি রাজু হাসান, সদর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, সদর থানা পশ্চিম বিএনপির আহ্বায়ক আবদুল করিম ভূইয়া মিজান, সদস্য সচিব মাহবুব খোকন, মহিলাদলের সভাপতি সাভেরা আনোয়ার,বিএনপি নেতা হাছান আলী মিলন, হিরু চৌধুরীর, শহিদ উদ্দিন মাস্টার ও জেলা ছাত্রদলের সভাপতি হাছান মাহমুদ ইব্রাহিমসহ প্রমুখ।
আপনার মতামত লিখুন :