প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর লরেন্স গ্রামের জাকের হোসেনের মেয়ে ও স্থানীয় একটি মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী আত্নহত্যা প্ররোচনায় মামলার প্রধান আসামী মো: ওমর কে গ্রেফতার করেছে র্যাব-১১। গোপন সংবাদের ভিত্তিতে ০৮ নভেম্বর (শুক্রবার) গভীর রাতে নোয়াখালী জেলার রসুলপুর ইউনিয়নের জমিদার হাট এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে র্যাব-১১ লক্ষ্মীপুর ও নোয়াখালী সমস্বিত অঞ্চলের অধিনায়ক গোলাম মোর্শেদ সাংবাদিকদের জানান, ওমর একই এলাকার ৮ম শ্রেণীর এক মাদ্রাসার ছাত্রীকে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে উত্ত্যক্ত ও প্রেম নিবেদন করতো এ নিয়ে এলাকাবাসী গন্যমান্য ব্যাক্তিদের অবহিত করলে ওমর ক্ষিপ্ত হয়ে মেয়েটির সাথে তার শারিরীক সম্পর্ক হয়ে বলে অপবাদ দিলে মেয়েটি রাগে ক্ষোভে একটি চিরকুট লিখে গত ২৩/০৮/২০২৪ইং বিকেলে নিজ বসত ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
ঘটনার পরের দিন ভিকটিম এর মা বাদী হয়ে লক্ষ্মীপুর জেলার কমলনগর থানায় মামলা দায়ের করে। পরে র্যাব-১১ গোপন সংবাদ পেয়ে ওমর কে জমিদার হাট এলাকা থেকে গ্রেফতার করে। তাকে ০৯ নভেম্বর (শনিবার) সকালে কমলনগর থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :