• ঢাকা
  • বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৪
আপডেট : ৬ নভেম্বর, ২০২৪



লক্ষ্মীপুরে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি : লক্ষ্মীপুরে হোটেল ব্যবসায়ী হাজ্বী মো. শাহ্ আলমকে চলন্ত সিএনজি থেকে নামিয়ে রাতের আঁধারে অতর্কিত হামলা চালিয়ে তার দু-পা ভেঙে দেয় একদল সন্ত্রাসী। সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিক্ষুব্ধ ব্যবসায়ীরা।বুধবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চন্দ্রগঞ্জ বাজার ব্যবসায়ীদের ব্যানারে প্রতাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এর-আগে, সোমবার (৪ নভেম্বর) রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের গাছি বাড়ীর সামনে সন্ত্রাসীরা ব্যবসায়ী শাহ্ আলমের ওপর এ হামলা করে
জানা গেছে, সোমবার রাতে চন্দ্রগঞ্জ বাজারে ক্যাফে মিলন হোটেলের স্বত্বাধিকারী শাহ্ আলম ও তাঁর হোটেল কর্মচারী ফজল করিমসহ আরও দুইজন যাত্রী নিয়ে সিএনজি যোগে তাঁর বাড়ী নোয়াখালী জেলার সুধারাম থানার মহতাপুর গ্রামে যাচ্ছিলেন। সিএনজিটি রামকৃষ্ণপুর এলাকায় পৌঁছলে মুখোশপরা একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে পরিকল্পিতভাবে সিএনজি প্রতিরোধ করে তাকে গাড়ি থেকে নামিয়ে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে এসএস পাইপ দিয়ে তার দুইটি পা-ভেঙে দেয়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার শেষে রাজধানী পঙ্গু হাসপাতালে রেফার করে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মানববন্ধন কর্মসূচি থেকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল আহমেদ, চন্দ্রগঞ্জ বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী বাবুল পাল, ফরিদুল ইসলাম ও আহত ব্যবসায়ীর ভাগিনা মো. শওকত ইসলামসহ প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘ ৩০-৩৫ বছর ধরে চন্দ্রগঞ্জ বাজারে সুনামের সঙ্গে হোটেল ব্যবসা করে যাচ্ছেন শাহ্ আলম। হঠাৎ তার উপর এ হামলা আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। ২৪ ঘন্টার মধ্যে যদি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় না এনে। তাহলে ব্যবসায়ীরা আরও কঠোরভাবে আন্দোলনের হুশিয়ারি দেন।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিম বলেন, এক ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। জড়িতদের চিহ্নিত ও ঘটনার রহস্য উদঘাটন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে আছে।

আরও পড়ুন