• ঢাকা
  • বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৪
আপডেট : ৫ নভেম্বর, ২০২৪



লক্ষ্মীপুরে নিম্নমানের বেকারী মালামাল বিক্রি ব্যবসায়ীকে জরিমানা

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি: লক্ষ্মীপুর শহরের কালি বাজার সড়কে দীর্ঘ দিন থেকে মেয়াদউত্তীর্ণ, নিম্নমানের, অবৈধ উপায়ে বাজারজাত করা বেকারি মালামাল ও কৃত্রিম রঙ বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করার অপরাধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও প্রশাসন অভিযান চালিয়ে মের্সাস শাহেদ এন্ড বাদার্স এর মালিক আলম কে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করে। ০৪ নভেম্বর (সোমবার) বিকেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়। এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার সুমধু চক্রবর্ত্তী জানান, মেসার্স শাহেদ এন্ড ব্রাদার্স এর বিরুদ্ধে নিম্নমানের বেকারি মালামাল সামগ্রী এবং কৃত্রিম রং পাইকারি ও খুচরা বিক্রয় গোপন সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মজিবুর রহমান নেতৃত্বে অভিযান চালিয়ে
নিরাপদ খাদ্য আইন ২০১৩, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও পরিবেশ দূষণ আইন ২০১০ এর বিভিন্ন ধারায় সর্বমোট ১,০০,৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুল্লা হিল হাকিম এবং সদর উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক তাজুল ইসলাম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুন