• ঢাকা
  • বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৪
আপডেট : ২ নভেম্বর, ২০২৪



লক্ষ্মীপুরে জাতীয় সমবায় দিবস পালিত

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি: সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এ প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে লক্ষ্মীপুরে সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২ নভেম্বর) সকালে জেলা সমবায় দপ্তরের উদ্যোগে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভার মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেপি দেওয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা: আহাম্মেদ কবির, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ মো: শেখ সাদী,জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আশরাফ উদ্দিন রুমি প্রমুখ। আলোচনা সভার পূর্বে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয়/ সমবায় পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের দেশে সমবায় কর্মকান্ড চালু করা হয়। সমবায় মানে হচ্ছে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা। এর মাধ্যমে দেশের গ্রামীণ অর্থনৈতিক চাকা সমৃদ্ধ হয়েছে।
 আগামিতেও দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে সমবায় সমিতিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সময় সমবায়ে নিবন্ধীত বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন