• ঢাকা
  • বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৪
আপডেট : ২ নভেম্বর, ২০২৪



নোয়াখালীতে জমি নিয়ে বিরোধের জের ধরে পিটিয়ে হত্যা

গ্রামীণ কণ্ঠ

নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়নের জমি নিয়ে বিরোধের জের ধরে আবু সাইয়েদ মাষ্টার (৭০) নামে এক চাচাকে পিটিয়ে হত্য করল ভাতিজারা।শনিবার দুপুরে একই উপজেলার দাদপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে এঘটনা ঘটে।
নিহত আবু সাইয়েদ মাষ্টার একই গ্রামের মৃত আমিন উল্যার ছেলে।নিহতের শালা নোয়ান্নই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকিউল ইসলাম অভিযোগ করে বলেন, আমার ভগ্নিপতি আবু ছায়েদের সাথে দীর্ঘ দিন থেকে জায়গা সম্পত্তি নিয়ে তার ভাতিজাদের সাথে বিরোধ চলছিল। আজ দুপুরের তিনি তার বাড়ির একটি সুপারি গাছ থেকে সুপারি পাড়তে গেলে তার ভাতিজা হাসান ও হোসেন বাধা দেয়। ওই সময় দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে এ নিয়ে ভাতিজারা তাকে মারধর করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে নিহতের স্বজনেরা তার ভাজিতা হাসানকে আটক করে পুলিশে সোপর্দ করে।

নোয়াখালী সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম চাচা আবু সাইয়েদকে পিটিয়ে হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন