প্রতিনিধি: ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার ২৮ অক্টোবর (বুধবার) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেপি দেওয়ান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা: আহাম্মেদ কবির,ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন।
বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর চেম্বার অব কমার্স এর সহসভাপতি শংকর মজুমদার, বণিক সমিতির সহসভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সদস্য মো: রবিউল ইসলাম খান, আবুল হাসনাত সোহেল প্রমুখ। সভায় জানানো হয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা শাখা ২০২৩-২০২৪ অর্থ বছরে জেলায় ৩৫ টি অভিযানের মাধ্যমে ৩৫ টি অভিযান পরিচালনা করে ১০ লাখ ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ২০২৪-২০২৪ অর্থ বছরে ৮ অভিযানের মাধ্যমে ১৪ টি প্রতিষ্ঠানে ৬৮০০ টাকা জরিমানা আদায় করে অর্থ সরকারী কোষাগারে জমা দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :