• ঢাকা
  • বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৪
আপডেট : ২৯ অক্টোবর, ২০২৪



চারটি অস্ত্রসহ স্বামী-স্ত্রী আটক

গ্রামীণ কণ্ঠ

কক্সবাজার:কক্সবাজার শহরের ৬নং জেটিঘাট এলাকা থেকে চারটি দেশিয় তৈরি অস্ত্রসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। জানা যায়, পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহর নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক (নিঃ) প্রতুল কুমার শীলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলো-টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়ার মৃত আবুল হোসেনের পুত্র দেলোয়ার হোসেন (৩২) ও তার স্ত্রী একই এলাকার নুরুল ইসলামের মেয়ে খুরশীদা আক্তার। পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, তাৎক্ষনিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানান, আগ্রেয়াস্ত্রগুলো মহেশখালী থেকে ক্রয় করে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাচ্ছিল।

আরও পড়ুন