• ঢাকা
  • বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৪
আপডেট : ২৪ অক্টোবর, ২০২৪



নোয়াখালীতে এমপিওভুক্তির দাবীতে শিক্ষকদের মানববন্ধন

গ্রামীণ কণ্ঠ

সারোয়ার মিরন, রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা: ৩২ বছরের বৈষম্য অবসান দূরীকরণ ও প্রধান উপদেষ্টার বিশেষ আদেশে এমপিওভুক্তির দাবিতে নোয়াখালীতে অনার্স-মাস্টার্স শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।বুধবার দুপুরে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা করা হয়। মানববন্ধনে ঢাকা শিক্ষা ভবনের সামনে কর্মসূচিতে শিক্ষকদের উপর পুলিশের অতর্কিত হামলার প্রতিবাদ জানান শিক্ষকরা। এতে বক্তব্য রাখেন, বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের নোয়াখালী জেলা সহ-সভাপতি সারোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনসহ প্রমুখ।বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ সমূহে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত ও নিয়মিত কর্মরত ৩৫০০ জন অনার্স-মাস্টার্স শিক্ষক রয়েছে। কিন্তু, দীর্ঘ ৩২ বছর ধরে এমপিওভূক্ত না হওয়ায় আমরা বৈষম্যের শিকার হয়ে আসছি। দীর্ঘদিন ধরে দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচি পালন করেও এমপিওভূক্ত হতে না পারায় মানবেতর জীবন যাপন করছি। গত ১৭ অক্টোবর ঢাকা শিক্ষা ভবনের সামনে কর্মসূচি পালনের সময় যারা শিক্ষকদের উপর হামলা করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। অতিদ্রুতই শিক্ষকদের প্রধান উপদেষ্টার বিশেষ আদেশে এমপিওভুক্তি করতে হবে। তা না হলে লাগাতার কর্মসূচী পালনের ঘোষনা দেন বক্তারা।মানববন্ধন শেষে শিক্ষকরা জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ এর মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।

আরও পড়ুন