• ঢাকা
  • বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৪
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২৪



এখন আর কারো কর্তৃত্ব নেই ফ্যাসিবাদির শাসন ব্যবস্থা নেই: লক্ষ্মীপুরে এ্যানি

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি :বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছেন, এতো দুঃখ-কষ্টের মাঝেও আপনাদের মাঝে হাসি ফুটিয়ে উঠছে। কারণ আপনারা এখন স্বাধীন। স্বাধীনভাবে কথা বলতে পারেন, স্বাধীনভাবে চলাচল করতে পারেন। এখন আর কারো কর্তৃত্ব নেই। ফ্যাসিবাদির শাসন ব্যবস্থা নেই। মামলা হামলার ভয় নেই। তবে আইনকে কোনভাবেই হাতে তুলে নেওয়া যাবে না।বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার দিঘলী ইউনিয়ন বিএনপির আয়োজিত রাজাপুর ভূঁইয়ার হাটে বন্যা দুর্গতদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পে যোগ দিয়ে এ্যানি এসব কথা বলেন।
এ্যানি আরও বলেন, যখন এ ফ্যাসিবাদি শাসক, কর্তৃত্ব শাসক আমাদের নেতাকর্মীদের ওপর ব্যাপক অত্যাচার নির্যাতন করছে। প্রতিশোধ নিবেন না। প্রতিশোধের ভাষা হচ্ছে আইনগতভাবে। মামলা হবে বিচার বিভাগ মামলার দায়িত্ব গ্রহন করছে বা সেই অনুযায়ী পদক্ষেপ নিবে। আইনের মাধ্যমে সবকিছু মোকাবিলা করতে হবে। সর্বপরি আমরা রাজনৈতিকভাবে তাদেরকে মোকাবিলা করবো। কিন্তু আইনকে নিজেদের হাতে তুলে নিবো না।
উল্লেখ্য: দিনব্যাপী সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘এইচএমবিডি’ ফাউন্ডেশনের উদ্যোগে ৮ জন মেডিকেল অফিসার প্রায় ১ হাজার রোগীকে বিনামূল্যে ফ্রি চিকিৎসা দেওয়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর