আশুলিয়ায় শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে নারী নিহত, আহত ২৫
আশুলিয়ার জিরাবো এলাকায় মাস্কট গার্মেন্টস ফ্যাক্টরির সামনে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নারীর নাম রোকেয়া বেগম। তিনি মাস্কট গার্মেন্টস ফ্যাক্টরির সেলাই মেশিন অপারেটর ছিলেন।জানা গেছে, মঙ্গলবার সকালে শ্রমিকরা কাজ করতে এসে দেখেন মেরামতের জন্য কারখানা বন্ধ রাখা হয়েছে। এতে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মাস্কট গার্মেন্টসের কারখানার পাশে আরও দুটি কারখানা আছে। ওই দুই কারখানার শ্রমিকদের সঙ্গে গার্মেন্টসের শ্রমিকদের সংঘর্ষ লেগে যায়। এতে অন্তত আহত হয়েছেন ২০-২৫ জন। সংঘর্ষে গুরুতর আহত হন এক নারী শ্রমিক। হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।
Post Views: ১৪
আপনার মতামত লিখুন :