• ঢাকা
  • বুধবার, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৪
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২৪



রামগতিতে সাপের কামড়ে ১জনের মৃত্যু

গ্রামীণ কণ্ঠ

সারোয়ার হোসেন, রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা:লক্ষ্মীপুরের রামগতিতে সাপের কামড়ে মো: খোকন (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি চর রমিজ ইউনিয়নের ৫নং ওয়ার্ড চর আফজল গ্রামে ক্বারীর গোঁজা এলাকার। সে স্থানীয় মো: জামাল উদ্দিনের ছেলে।আত্মীয় স্বজন সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ২টার সময় প্রাকৃতিক কর্ম সারতে টয়লেটে যাওয়ার পথে সাপে কামড় দেয়। এর পর থেকে স্থানীয় ওঝার মাধ্যমে ঝাড়-ফুঁক করা হয়। অবস্থার অবনতি ঘটলে বুধবার সকালে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রেফার করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। নোয়াখালী থেকে ঢাকায় নেওয়ার পথে দুপুর দুইটার সময় মারা যান খোকন।ক্বারীর গোজা কমিউনিটি ক্লিনিকের সিএইসিপি মো: শরিফ উদ্দিন সাপের কামড়ে খোকনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, জনসচেতনতার অভাবে তাকে অকালে মৃত্যুবরণ করতে হয়েছে। অথচ রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই সাপে কাটা রোগীদের জন্য অ্যান্টিভেনম মজুদ রয়েছে।

আরও পড়ুন