প্রতিনিধি: বহু ভাষায় শিক্ষার প্রসার, পারস্পরিক সমঝোতা ও শান্তির জন্যন্য স্বাক্ষরতা” এই প্রতিপাদে কে সঙ্গে নিয়ে লক্ষ্মীপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে।রোববার (০৮ সেপ্টেম্বর) সকালে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো জেলা কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসক সুরাইয়া জাহান এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ রফিকুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খিসা, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপপরিচালক (ভারপ্রাপ্ত) ক.খ মো. আলাওল হাদী, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহাদাত হোসেন,ডরপের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার দিদার উদ্দিন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সাক্ষরতা এবং উন্নয়ন একই সূত্রেগাঁথা। নিরক্ষরতা উন্নয়নের অন্তরায়। টেকসই সমাজ গঠনের জন্য যে জ্ঞান ও দক্ষতা প্রয়োজন তা সাক্ষরতার মাধ্যমেই অর্জন সম্ভব।
আপনার মতামত লিখুন :