• ঢাকা
  • শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৪
আপডেট : ২৭ আগস্ট, ২০২৪



লক্ষ্মীপুরে বন্যা ব্যবস্থাপনায় ও সহায়তায় সমন্বিত কার্যক্রমের সিদ্ধান্ত

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুরে ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্যা ব্যবস্থাপনা ও বন্যার্তদের সর্বাত্মক সহায়তায় সমন্বিত কার্যক্রম গ্রহণ করা হবে। এসম যেকোন সহায়তায় জেলা প্রশাসনের সাথে সমন্বয় করার আহবান জানান জেলা প্রশাসক।মঙ্গলবার (২৭ আগস্ট)  সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান। তিনি জানান, লক্ষ্মীপুরে ৭ লাখ ২৫ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। এ পর্যন্ত আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে ৩০ হাজার মানুষ। বন্যা দূর্গত এলাকার বাসিন্দাদের জন্য ৭০০ মেট্রিকটন চাল এবং নগদ ১০ লক্ষ টাকা বরাদ্ধ করা হয়েছে। এর মধ্যে ৫০৯ মেট্রিকটন চাল ও ১৬ লক্ষ টাকা ত্রাণ বিতরণ করা হয়েছে। এছাড়া শিশু খাদ্যের জন্য ৫ লাখ ও গো-খাদ্যের জন্য ৫ লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। তিনি বলেন, বন্যা কবলিত এলাকায় এই বরাদ্ধ পর্যাপ্ত নয়। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আরও ৩০ লাখ টাকার চাহিদা প্রেরণ করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর লে. কর্ণেল মাজিদুল হক রেজা, জেলা পরিষদের প্রধান নির্বাহী রেজাই রাফিন সরকার, সিভিল সার্জন ডা: আহমেদ কবীর, অতিরিক্ত পুলিশ সুপার এবি সিদ্দিকী, জেলা ত্রাণ ও ‍পুনবার্সন কর্মকর্তা  ইউনুছ মিয়া প্রমুখ।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর